NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:২১ এএম

রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন

রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী কোরিয়ার সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দেশটির উন্নয়ন মডেলের প্রশংসা করে বলেন, এ মডেল কোরিয়াকে একটি উন্নত দেশে পরিণত করেছে। এ মডেল বাংলাদেশসহ অনেক দেশের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।  

ড. মোমেন সম্প্রতি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি (সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়) উল্লেখ করে রাষ্ট্রদূতকে জানান, এ নীতি অনুসরণ করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক আউটলুকসহ সব কূটনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে।

মোমেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।