NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩০ এএম

>
সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। আর একদিনের ব্যবধানে এবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তথ্য তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। শুক্রবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হযেছে, শুক্রবার সকালে টুইটারে দেওয়া এক বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পর বর্তমানে বাড়িতেই তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘নবসংকল্প কার্যশালা’য় যোগ দিতে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু মাঝপথেই কর্মসূচি ছেড়ে চলে আসেন তিনি। রাতে দিল্লিতেও ফিরে আসেন। এরপরই জল্পনা শুরু হয়, মায়ের অসুস্থতার খবর পেয়েই হয়তো তিনি দিল্লিতে ফিরে এসেছেন। তবে সেই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কার করোনা আক্রান্ত হওয়া সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছিলেন, তাদের দলনেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে এবং বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি একাধিক বৈঠক করেছিলেন। একাধিক কংগ্রেস নেতাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেসি বেণুগোপাল অন্যতম।

এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। গত বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সেখানে সোনিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি দেশে না থাকায় হাজিরা দিতে পারেননি। তার অনুরোধে আগামী ১৩ জুন ফের হাজিরার তারিখ নির্ধারণ করেছে ইডি।

অন্যদিকে আগামী ৮ জুন হাজিরা দেওয়ার কথা রয়েছে সোনিয়া গান্ধীর। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি হাজিরা দেবেন বলেই জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।