NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

লিটনদের হারিয়ে চ্যাম্পিয়ন সাকিবরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

লিটনদের হারিয়ে চ্যাম্পিয়ন সাকিবরা

সাকিব আল হাসান শ্রীলঙ্কায় না গেলে হয়ত শিরোপা উল্লাসে একজন বাংলাদেশিকে দেখতে পেতেন ক্রিকেটভক্তরা। তবে সাকিব আছেন গল টাইটান্সের শিবিরে। সেখান থেকেই হয়ত গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজ দল মন্ট্রিয়েল টাইগার্সের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করছেন তিনি। ফাইনালে অবশ্য হেরেছেন আরেক বাংলাদেশি। লিটন দাসের সারে জাগুয়ার্স এবারের আসর শেষ করেছে রানারআপ হিসেবে।

ফাইনালের লড়াই হয়েছে ফাইনালের মতো করেই। শেষ বল পর্যন্ত গড়িয়েছে খেলা। যেখানে আরও একবার সুপারহিরো হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম আন্দ্রে রাসেল। তার ব্যাটিংয়ে ভর করে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে ৫ উইকেটের জয় পেয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। 

গত কয়েক ম্যাচ ধরেই ছন্দে ছিলেন না লিটন। ফাইনালেও খুব একটা ঝলক দেখা যায়নি বাংলাদেশি ওপেনারের ব্যাট থেকে। মোহাম্মদ হারিস আর জতিন্দর সিংয়ের ধীরগতির ব্যাটিং এর কারণে পাওয়ারপ্লে শেষে সুবিধাজনক অবস্থায় ছিল না সারে জাগুয়ার্স। ৬ ওভারে রান এসেছে ৩৫। প্রথম উইকেটের পতন ঘটে তখনই। 

ক্রিজে আসা লিটনের উপর তাই চাপ ছিল দ্রুত রান তোলার। চার মেরে সেই শুরুটা এনেও দিয়েছিলেন লিটন। কিন্তু ওই পর্যন্তই। লিটন ব্যর্থ হয়েছেন বড় স্কোর করতে। ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন বাংলাদেশি এই ব্যাটার। অধিনায়ক ইফতিখার ফিরেছেন ৮ রান করে। 

অপরপাশে কিছুটা ধীরগতিতেই খেলেছেন জতিন্দর। উইকেটে সেট হয়ে রান তোলার দিকে মনোযোগ দিয়েছেন। তাকে সঙ্গ দিয়েছেন আয়ান খান। দুজনের জুটির ফলেই মাঝারি মানের সংগ্রহের দিকে এগিয়ে যায় সারে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওমানের খেলোয়াড় জতিন্দর। ২০ ওভার শেষে সারের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। 

রানতাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সারে। প্রথম ওভারেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ক্রিস লিন এবং শ্রীমান্ত বিজয়ারাত্নে। দুজনের জুটি থেকে আসে ৩৫ রান। শ্রীমান্ত ফিরে রানের চাকা ছিল সচল। ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে বসে মন্ট্রিয়েল। 

শেষ পর্যন্ত অবশ্য টিকে ছিলেন শেরফেইন রাদারফোর্ড। তার দায়িত্বশীল ৩৮ রান গড়ে দেয় জয়ের ভিত। তবে, ম্যাচের শেষটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসের সুবাদেই জয় পায় মন্ট্রিয়েল। শেষ বলে দরকার ছিল ১ রান। তবে রাসেল শেষ করেছেন নিজের মত করেই। ছয় মেরেই নিশ্চিত করলেন মন্ট্রিয়েল টাইগার্সের শিরোপা।