ঢাকা: সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি। আজ রবিবার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গতকাল শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে।