NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে চায়: মুক্তিযুদ্ধ মন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৪ পিএম

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে চায়: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি-জামায়াত বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে নানানভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।

 

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।