ঢাকা: বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি আরো বলেছেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের বিবরণী থেকে জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলা নিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ওঠেছিল।