খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম
সিডনিস্থ বিডি হাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম তাদের গালা নাইট পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আবদুল রতন খান ও সাধারণ সম্পাদক ব্রায়ান লাল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টায় আমাদের গালা নাইট সর্বতোভাবে সফল হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যায় সিডনির অর্টিমো হাউজ ডেনহাম কোর্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গালা নাইট ২০২৩ এর আয়োজন করে। অনুষ্ঠানে ফেডারেল ও নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী, সিনেটার, ফেডারেল এমপি, বিরোধী দলীয় নেতা, স্টেট এমপি, এমএলসি, মেয়র ও কাউন্সিলরসহ মূলধারার ২১ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।