NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সূচি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২০ এএম

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সূচি

মেয়েদের ফুটবল বিশ্বকাপের শহর নিউজিল্যান্ডের অকল্যান্ডে তখন বিশ্ব আসরের পর্দা উঠার অপেক্ষা। হঠাৎই বন্দুক হামলার ঘটনায় সব এলোমেলো যেন। অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন অভিযুক্ত নিজেও। এরপর যথাসময়ে বিশ্বকাপের উদ্বোধন নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সেই আতঙ্ক-শঙ্কা ছাপিয়ে গতকাল (বৃহস্পতিবার) জমকালো আয়োজনে ফিফার এই মেগা আসরের পর্দা উঠেছে। 

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ। আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে দলগুলো। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

পুরুষ ফুটবলে লাতিন দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল চিরন্তন ফেবারিট হলেও নারীদের ফুটবলে ঠিক বিপরীত চিত্র। মেয়েদের বিশ্বকাপে ফেবারিটের তকমাটা যুক্তরাষ্ট্রের দখলে। অন্য কোনো দল যেখানে দুবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি, সেখানে মার্কিন মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন চারবার। এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে তারা। তবে দলটা যখন আর্জেন্টিনা ও ব্রাজিল একটা বড় অংশের সমর্থকের চোখ থাকবে তাদের ওপরও। 

এবারের আসরে ব্রাজিল আছে এফ গ্রুপে যেখানে বাকি তিনটি দল হলো ফ্রান্স, জ্যামাইকা এবং পানামা। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ জি তে আছে সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি।

গ্রুপপর্বে ব্রাজিলের ম্যাচের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৪ জুলাই ব্রাজিল-পানামা অস্ট্রেলিয়া
২৯ জুলাই ব্রাজিল-ফ্রান্স  অস্ট্রেলিয়া
০২ আগস্ট ব্রাজিল-জ্যামাইকা  অস্ট্রেলিয়া

গ্রুপপর্বে আর্জেন্টিনার ম্যাচের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৪ জুলাই আর্জেন্টিনা-ইতালি নিউজিল্যান্ড
২৮ জুলাই আর্জেন্টিনা-দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড
০২ আগস্ট আর্জেন্টিনা-সুইডেন নিউজিল্যান্ড