NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত

আগের ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো শক্তিশালী ভারতকে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এবার সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে ২২৯ রান করতে হবে বাংলাদেশকে।

আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর আজ ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারতের নারীরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জেমিমা রদ্রিগেজ। 

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান।

প্রথম ওয়ানডেতে ভারতের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছিলেন পেসার মারুফা আক্তার। আজও ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানলেন। শুরুতেই ফেরান ওপেনার প্রিয়া পুনিয়াকে (৭)। মারুফার দারুণ এক ডেলিভারি সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর তিনে আসা স্বস্তিকা ভাটিয়াকে রান আউট করে ২৩ রানের জুটি ভাঙেন এই পেসার। 

বাংলাদেশ সফরে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারছেন না ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। আজও সাজঘরে ফিরলেন রাবেয়া খানের বলে বোল্ড হয়ে। আউট হওয়ার আগে করেছেন ৫৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রান। অন্যদিকে অধিনায়ক হারমানপ্রীত সাবধানী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ৮০ বলে ৩ বাউন্ডারিতে ৪৮ রান করে রিটায়ার্ডহার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।

বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছেন জেমিমা রদ্রিগেজ। মিরপুরে বাহারি সব শটে স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন তিনি। যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকেও। রাবেয়া খাতুনের বলে আউট হওয়ার আগে ৭৮ বলে ৯ বাউন্ডারিতে ৮৬ রান করেন এই ব্যাটার।

শেষ দিকে পরপর বেশ কয়েকটি উইকেট হারায় ভারত। তবে এরই মধ্যে মিরপুরে বেশ চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পেরেছে তারা। আগের ম্যাচে সাফল্য পেলেও কাঠগড়ায় বাংলাদেশের ব্যাটিং। জ্যোতি ছাড়া কেউই তেমন ছন্দে নেই।