NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর অভিষেক ও বিদায়ী সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর অভিষেক ও বিদায়ী সংবর্ধনা



নিউইয়র্ক:  গত ২৬ শে জুন রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের “নবান্ন পার্টি” হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর অভিষেক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মজিবুর রহমান মজুমদার । গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাদ্যক্ষ ও স্বাধীনতা সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি ও নীতি নির্ধারনি কমিটির অন্যতম সদস্য ড: নূরুল আমিন পলাশ।
অভিষেক ও বিদায়ী সংবোর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মো: সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় শুরুতেই কোর আন তেলাওয়াত এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকো এবং বর্তমানে বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলের অসহায় মানুষদের জন্য দোয়া করা হয়। দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাফেজ মাওলানা মো: নুরুন নবী ( সাবেক ইমাম লন্ডন )


দোয়া ও মুনাজাত শেষে ফোরামের চিরাচরিত নিয়মানুযায়ী নতুন সভাপতি ছাইদুর খান ডিউককে ও নতুন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরন করেন নেন, বিদায়ী সভাপতি নাছিম আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। এর পর বিদায়ী সভাপতি নাছিম আহমেদকে তার বিগত দিনে দৃষ্টান্তমূলক সফল কর্মকান্ডের জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে তিন বারের সফল সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তার হাতে সন্মানা (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি ডা: মজিবুব রহমান মজুমদার । টানা তিনবারের শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে সন্মাননা (ক্রেস্ট ) প্রদান করেন গেস্ট অব অনার জিল্লুর রহমান জিল্লু। সংগঠনের বর্তমান প্রধান উপদেষ্টা জামালুর রহমান চৌধুরী কে বিশেষ সন্মাননা প্রদান করেন বিশেষ অতিথি জসিম উদ্দিন ভূঁইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে ডা: মজুমদার ফোরামের ভূয়সী প্রশংসা করে বলেন জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতিতে ধারাবাহিকতা বজায় রেখে নেতৃত্ব তৈরী করে শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব হস্তান্তর করে উদাহরন সৃষ্টি করেছে। গেস্ট অব অনার জিল্লুর রহমান বলেন বিদায় জানালেই বিদায় হওয়া যায়না বরং সব সময় দলের জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক কে নেতৃত্ব সৃষ্টির একটি স্কুল আখ্যায়িত করে তিনি বলেন যুক্তরাষ্ট্রে বিএনপির কমিটি আসলেও ফোরামের কার্য্যক্রম বন্ধ না করে অব্যাহত রাখার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জসিম উদ্দিন ভুঁইয়া বলেন, ফোরামের সাংগঠনিক কর্ম দক্ষতা যেন আগামী দিনে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের সময় বিবেচনায় রাখা হয়। বিশেষ অতিথি পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি কমিটি না থাকলে ও ফোরামের কার্য্যক্রম থেমে নেই। আগামী দিনে বিএনপিতে তাদের অন্তর্ভুক্তি বিএনপিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
প্রধান বক্তা ফারুক হোসেন তার বক্তব্যে বলেন, তিনি নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রের সহযোগীতায় সন্মেলনের মাধ্যমে যোগ্য লোকদের দিয়ে নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠন করবেন। যেখানে কারো হস্থক্ষেপ থাকবে না এবং তিনি নিজে সেই কমিটিতে থাকবেন না। অনুষ্ঠানের আহবায়ক মো: সোহরাব হোসেন বলেন জাতীয়তাবাদী ফোরাম একটি অত্যন্ত সুশৃঙ্খল রাজনৈতিক পরিবার এবং এই পরিবার যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদের রাজনীতির চর্চা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান। সমাপনী বক্তব্যে তিনি সাবেক সভাপতি নাছিম আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ সাবেক কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করে সর্বাত্বক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন সভাপতি ছাইদুর খান ডিউক আগামী দিনে ফোরামকে আরো গতিশীল করার লক্ষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতি নাছিম আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জাতীয়তাবাদী ফোরাম আমার প্রানপ্রিয় সংগঠন। এই সংগঠনে দীর্ঘদিন কাজ করার পর সংগঠন তাকে যথাযথ মূল্যায়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন এই সন্মাননার কৃতিত্ব শুধু তিনি একার নয়। সংগঠনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবাই তার ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গেছেন। সুতারাং এই কৃতিত্ব সবার। তিনি বলেন আগামীতেও নতুন কমিটির সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্য আরো যারা বক্তব্য রেখেছেন, আহবাব খোকন, জিয়াউল হক মিশন, নূর মোঃ জাহাঙ্গীর সরকার, (সাবেক সিনিয়র জর্জ), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সালেহ আহমেদ মানিক, আবুল কালাম, শেখ সাইফুর হারুন, মাহাবুবুর রহমান মুকুল, মাওলানা ওমর ফারুক, আজিজুল বারি তিতাশ, বায়তুল্লাহ শাহীন নোবেল, এলিজা আক্তার মুক্তা, সাখাওয়াত হোসেন আজাদ, আব্দুল মান্নান হোসাইন। আরো যারা উপস্থিত ছিলেন, মোঃ বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম লিটন, শেখ জহির, মাহবুব চেয়ারম্যন, মোঃ আবুল কাশেম, মোঃ মাইনুল হাসান মুহিত, আসলাম খান, মির্জা আজম তাসিন, তারেক জামান, জাকিয়া খান, মনোয়ারা বেগম, মোঃ রাশেল, রিপন মিয়া, সুলতান আহমেদ ভুইয়া, মোঃ হাসান উল্লেখ্য ।