NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের মাটিতে জমজমাট অ্যাশেজ সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার ছেলেরা। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন টেস্টে অজিরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে মেয়েদের অ্যাশেজে টেস্ট শেষে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। ফরম্যাটটিতে ছয় বছর পর জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে তারা অজিদের দেওয়া ২৬৩ রানের গন্ডি ৮ উইকেটে পেরিয়ে গেছে।

এর আগে ২০১৭ সালের অক্টোবরে শেষবার তাদের বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর ইংলিশরা টানা ৮ ম্যাচ হেরেছে। তবে এদিন তারা নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে।

এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রানে আউট হন অধিনায়ক অ্যালিসা হিলি। এরপর এলিস পেরি (৪১), ফোবি লিচফিল্ডের (৩৪) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে অস্ট্রেলিয়া দ্বিতীয় ধাক্কা খায়। দলীয় ৬৯ রানে আউট হয়ে যান লিচফিল্ড। একশ রান পেরিয়ে যাওয়ার পর ফেরেন পেরিও।

dhakapost

সেখান থেকে বেথ মুনি ৯৯ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২৬০-এ নিয়ে যান। ২০০ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়ার পর তিনি জেস জোনাসেনের (৩০) সঙ্গে সপ্তম উইকেটে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ন্যাট শাইভার ব্রান্ট ও লরেন বেল।

 

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায়। পেরির বলে মাত্র ৮ রানেই ফেরেন সোফিয়া ডাঙ্কলি। তবে স্বাগতিকদের রানের গতি এরপর বেড়ে যায়। ট্যামি বিউমন্ট (৪৭) এবং দ্বিতীয় উইকেটে অ্যালিস ক্যাপসি (৪০) জুটি বাধেন ৭৪ রানের। ফলে ১৩ ওভারেই একশ রান পেরিয়ে যায় ইংলিশদের। যদিও ১৩তম ওভারে বিউমন্টের বিদায়ের তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে দলের একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক হিদার নাইট।

নাইট জুটি বাধেন শাইভারের সঙ্গে। তবে ৩১ রান করে শাইভার বিদায় নিলে কিছুটা পথ হারায় ইংল্যান্ড। এরপর ড্যানিয়েল ওয়াট ১৪ ও অ্যামি জোন্স মাত্র ২ রান করে আউট হন। সোফি একলেস্টন ৫ এবং সারাহ গ্লেন প্যাভিলিয়নে ফেরেন ৩ রান করে। ৪৪তম ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ২৩৫। ৬ ওভারে তাদের আরও ২৯ রান দরকার ছিল। তবে কোনো দ্বিধা না রেখেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বলেই ৩২ রান তুলে ফেলেন নাইট ও কেট ক্রস জুটি। ৮৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন নাইট। এছাড়া ক্রস করেন ১৯ রান।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।