NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

বাড়ছে ডেঙ্গু, ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৭ এএম

বাড়ছে ডেঙ্গু, ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

ঢাকা: সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হলো।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী।

যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন ভর্তি হয়েছে।

 

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৮৯৭ জন।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে চার হাজার ৬০৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাত হাজার ৯২১ জন এবং ঢাকার বাইরের তিন হাজার ৫৯০ জন।