স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্টে রশিদ খানকে ছাড়া খেলতে নেমে বাংলাদেশের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এরপর ওয়ানডে সিরিজে রশিদ ফিরেন, আফগানিস্তানও ফিরে সেরা ফর্মে। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করে সিরিজ জয়। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ খান বিশ্রামে।
তাকে ছাড়া ছন্নছাড়া আফগানিস্তান মাঠ ছাড়ল হার নিয়ে। ৭ উইকেটের দারুণ জয়ে বাংলাদেশ এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের পথটা সুগম করে দিয়েছিল বোলাররা। এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
বল হাতে শুরু থেকেই আফগানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ১৫ রানেই আফগানদের শীর্ষ চার ব্যাটারকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে শরিফুলের শিকার ৩ উইকেট। পরবর্তী সময়েও টাইগারদের দাপট অব্যাহত থাকে, ৬৮ রানে পড়ে আফগানিস্তানের সপ্তম উইকেট।
এরপর একাই লড়াই করেন আজমতউল্লাহ ওমরজাই।
৭১ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে আফগানিস্তানকে ১২৬ পর্যন্ত নিয়ে যান আজমতউল্লাহ। তার ইনিংসে মাত্র ১টি চার থাকলেও ছিল ৩টি ছক্কা। শরিফুল ইসলাম ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছেন।
১০ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন সাকিব আল হাসান। তার শিকার ১টি উইকেট।
১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব বেশি সময় নেননি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫তম ওভারেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।