NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বাইডেন কোকেইন গ্রহণ করেন, দাবি ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ এএম

বাইডেন কোকেইন গ্রহণ করেন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে গত ২ জুলাই কোকেইন উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। যে জায়গায় এই নিষিদ্ধ মাদকটি পাওয়া যায়— সেখানে জনসাধারণের প্রবেশ রয়েছে।

তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কোকেইন গ্রহণ করেন। আর হোয়াইট হাউজে পাওয়া এই মাদক আনা হয়েছিল জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের জন্য।

এ ব্যাপারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প বৃহস্পতিবার (৬ জুলাই) লিখেছেন, ‘কেউ কী সত্যি বিশ্বাস করেন হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে পাওয়া কোকেইন, হান্টার এবং জো বাইডেন ছাড়া অন্য কারও জন্য আনা হয়েছিল? কিন্তু দেখবেন, ভুয়া মিডিয়া খুব দ্রুতই বলা শুরু করবে উদ্ধারকৃত কোকেইন খুবই কম পরিমাণে ছিল, এমনকি বলবে কোকেইনই নয়, এগুলো এসপিরিন; এরপর এ গল্প হারিয়ে যাবে।’

ট্রাম্প এমন গুরুতর অভিযোগ করলেও, যখন কোকেইন উদ্ধার করা হয় তখন হোয়াইট হাউজে বাইডেন ছিলেনই না। ওই সময় ক্যাম্প ডেভিডে সময় কাটাচ্ছিলেন তিনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়া বলেছেন, যেখানে কোকেইন পাওয়া গেছে সেখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে। তবে কে বা কারা এমন সুরক্ষিত এলাকায় এই মাদক নিয়ে এসেছিলেন তারা সেটি খুঁজে বের করবেন। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, কীভাবে এমন ঘটনা ঘটল সেটি গভীরে গিয়ে খুঁজে বের করতে হবে এবং বিষয়টি বেশ গুরুত্বপূর্ণও।