ঢাকা: সরকার দেশে মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।