NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৩ এএম

দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান

বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীকে নিয়ে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই তরুণীকে নিয়ে নাচতে দেখা গেছে তাকে। 

যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেতা জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছি। মানুষের ব্যাপক হাততালি ও প্রশংসা পেয়েছি। সবাই মেতেছিল আমার নাচে। দর্শকের সাড়াও ছিল অতুলনীয়।’

জায়েদ বলেন, ‘ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার পারফর্ম ছিল। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন মার্কিন তরুণী আমার সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করেন। ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে আমি ওদের নিয়ে প্র্যাকটিস করি। তারা খুব ভালো করেছে। অনুষ্ঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি।’

জায়েদ খান বাদেও এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছেন জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, জয় চৌধুরী, প্রিয়মণিসহ একাধিক তারকা।