খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ এএম
নানা আয়োজনে বার্লিনে বসবাসরত প্রবাসীরা এক হলো ঈদুল আজহার পুনর্মিলনী অনুষ্ঠানে। জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েজবার্গের একটি মিলনায়তনে ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিতে প্রবাসীদের মিলনমেলায় শামিল হয় বার্লিনের নানা শ্রেণি-পেশার প্রবাসীরা।
ঈদের দ্বিতীয় দিন এই অনুষ্ঠানে গঠিত হয় জার্মান বাংলাদেশি কালচার ও সোশ্যাল কমিউনিটি নামে একটি প্রবাসী কল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি করে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া। এ সময় তিনি সংগঠনের সমৃদ্ধি কামনা করে সকল প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানান।
সংগঠনটির যাত্রার শুভক্ষণে দেশ ও প্রবাসীদের সবার কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. আব্দুল কাদের, মো. জসিম সিকদার, রুবেল স্ট্যার্নকে, নুরুননাহার কাজল, সুমি আক্তার, মো. রিপন ব্যাপারী, আয়াত শাহাদাৎ, মো. সবুজ, সানজিদা আফরোজ, মো. মহিউদ্দিন আহমেদ, নাহিদা রিপন ব্যাপারী, মারুফ স্টেভার্স খন্দকার ও ফাতেমা চৌধুরী নাঈমা। বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান ছিল সবার কণ্ঠে।
ঈদের আনন্দ আয়োজনের শেষের পর্বটি ছিল মনোরম। প্রবাসীদের প্রিয় সংগীতশিল্পী অপূর্ব বিশ্বাসের গান পরিবেশনা ছাড়াও কোরআন তেলাওয়াত, নতুন প্রজন্মের শিশুদের পরিবেশনায় ফ্যাশন শো, নৃত্য ও সমবেত সঙ্গীত সবাইকে মুগ্ধ করে।