NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

লিসবনে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:১৫ পিএম

লিসবনে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন ঘোষণা করেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ রানার সঞ্চালনায় সেতুবালের কখোইস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. আলমগীর হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মো. শোয়েব মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসাইন। 

দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল গ্রুপপর্যায়ে খেলবে। প্রতিটি খেলা ১৬ ওভার করে খেলা হবে। উদ্বোধনী দিনে দুই গ্রুপের ১টি করে খেলা অনুষ্ঠিত হবে। বারেইরো একাদশ বনাম লিজেন্ডস অব পর্তুগাল ও মার্তিম মুনিজ ওয়ারিয়র্স বনাম ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- মার্তিম মুনিজ ওয়ারিয়র্স৷ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর ইলেভেন ফাইটার্স, শাইনিং কুমিল্লা। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহসান উল্লাহ সরকার, জহির উদ্দিন, জাবেদ মাহমুদ, কাওছার আহমদসহ অন্যান্য। গণমাধ্যামকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রনি মোহাম্মদ, মো. রাসেল আহমেদ, প্রিন্স আহমেদ, সমীর দেবনাথ ও মামুন মাহথির।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনি, মতিন চৌধুরী লাভলু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান নাজমুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং প্রবাসেও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।