NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউইয়র্কে কেনাকাটায় ধূম চাঁদ রাতের আমেজে


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম

নিউইয়র্কে কেনাকাটায় ধূম চাঁদ রাতের আমেজে

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তরুণীদের মেহেদী রাঙানো আমেজে ঈদুল আজহা উপলক্ষ্যে কেনাকাটার ধূম পড়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মঙ্গলবার বিকাল থেকেই চাঁদ রাতের আমেজে আবিষ্ট হয় জ্যাকসন হাইটসের অলিগলি ছাড়িয়ে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার।

স্কুল-কলেজগামী তরুণীরা টেবিল-চেয়ার নিয়ে বসে মেহেদী রাঙাতে। দরদাম ঠিক করেই গৃহিণী-তরুণীরা ঈদের উৎসবে মেতে ওঠেন। ঈদ এলেই উৎসবে মেতে উঠলেও প্রবাসী বাঙালিদের এবার ভিন্ন এক আমেজে দেখা যায়। চমৎকার আবহাওয়ায় শিশু সন্তানসহ দল বেঁধে এসেছেন তারা। চলতি পথেই ঢাকার গুলিস্তানের ন্যায় হরেক রকমের পোশাক-আশাকের দোকান বসেছে। দোকানে বিক্রিও হচ্ছে দেদারসে। শেষ মুহূর্তের কেনাকাটায় পকেট খালি করতে কসুর করছেন না প্রবাসীরা। শাড়ি, কামিজ, পায়জামা-পাঞ্জাবি, কোর্তা, লেহেঙ্গাসহ লেটেস্ট ডিজাইনের পোশাক-আশাকের সমাহার ঘটিয়েছে স্মৃতি ফ্যাশন। এখানে বাংলাদেশের তৈরি স্যান্ডেল বিক্রি হয় সবচেয়ে বেশি। মক্কা থেকে আনা টুপির দোকানেও ভিড় দেখা যায় সারাক্ষণ।

উল্লেখ্য, জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’ ঘিরে এবারও প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রবাসীরা পেয়েছেন রাস্তাটি। সেখান থেকে আশপাশের সবগুলো সড়ক ছেয়ে যায় ঈদ-পোশাক আর মেহেদী রাঙানোর আয়োজনে। তা অব্যাহত থাকে মধ্যরাত অবধি। এ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। আগের মতো এবারও বহু প্রবাসী কুরবানীর দায়িত্ব অর্পণ করেছেন স্বদেশে স্বজনদের কাছে। এর বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী যুক্তরাষ্ট্রে কুরবানী দিচ্ছেন।