NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৫৮ এএম

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা কার্ডে বাক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুর আঁকা ছবি ব্যবহার করা হয়েছে। ঈদের শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো দুটি ছবির একটি এঁকেছে বাক প্রতিবন্ধী শিশু শিল্পী মোছা. আরিফা আকতার আঁখি, অপরটি এঁকেছে অটিস্টিক শিশুশিল্পী মুতাসিম মাহফুজ।

dhakapost

২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হচ্ছে। এসব ছবি সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। সংগ্রহ করা ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়। এরপর ছবিগুলো তিনি নিজেই চূড়ান্ত করেন- এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।