NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

কানাডার টরন্টোতে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ এএম

কানাডার টরন্টোতে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে কানাডার টরন্টো শহরে। 

টরন্টোর জাপানিজ-কানাডিয়ান কালচারাল সেন্টারে এ বছর সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটির স্থানীয় আয়োজক টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা।’ পাঠশালার কর্ণধার টরন্টোবাসী অনুবাদক-সংগঠক-শিল্পী ফারহানা আজিম শিউলী পঞ্চম সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বাঙালিরা। প্রবাসী বাঙালি লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গঠিত হয়। এই সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অন্যতম। প্রথম সমাবেশটি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। পরবর্তী দুটি সমাবেশ ২০২০ এবং ২০২১-এ আন্তর্জালে আয়োজিত হলেও চতুর্থ সমাবেশটি ফিরে আসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের লেক ফরেস্ট শহরে।

 

সমাবেশে স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, বই ও লেখক পরিচিতি, লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী, সাহিত্য আড্ডা ও সান্ধ্য সাংস্কৃতিক আয়োজন থাকে। বর্তমানে উত্তর আমেরিকার পরিধি ছাড়িয়ে এই পরিষদ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের বাংলা সাহিত্যানুরাগীদের নিয়েও কাজ করছে।

টরোন্টোয় পঞ্চম সমাবেশ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে প্রবাসী লেখকদের লেখা নিয়ে সাহিত্য সংকলন ‘হৃদবাংলা’। একই সঙ্গে বিজ্ঞাপন সম্বলিত একটি চাররঙা স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। সমাবেশস্থলে অংশগ্রহণকারী সব সাহিত্যিকদের প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ থাকবে। সংগঠনটি টরন্টোর পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।