NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

যুক্তরাষ্ট্রে কনসার্টে তুমুল শিলাবৃষ্টি, আহত ১০০


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রে কনসার্টে তুমুল শিলাবৃষ্টি, আহত ১০০

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলরাডোতে মার্কিন গীতিকার ও সঙ্গীতশিল্পী লুইস টমিনসনের কনসার্টে প্রবল শিলাবৃষ্টিতে প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন; তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

বুধবার রাতে কলোরাডোর বিখ্যাত রেড রকস অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছিল এই কনসার্ট। এই অঙ্গরাজ্যের রাজধানী শহর ডেনভার থেকে ওই অ্যাম্ফিথিয়েটারের দূরত্ব ১৬ কিলোমিটার।

কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ পর আচমকা মুষলধারে বর্ষণ শুরু হয়। সেই বৃষ্টির সঙ্গে অজস্র ধারায়  পড়তে থাকে শিলা। বেশিরভাগ শিলার আকার-আয়তন প্রায় টেবিল টেনিস বলের সমান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অ্যাম্ফিথিয়েটারে ছাদ থাকে না। ফলে আকস্মিক এই শিলাবৃষ্টিতে ভয়াবহ বিপদে পড়তেন কনসার্ট উপভোগ করতে আসা লোকজন। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পরপরই শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। দর্শকদের মধ্যেও ওই অ্যাম্ফিথিয়েটার ত্যাগের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

নিকোল নামের এক নারী সেই দুর্যোগের একটি ভিডিও টুইটারে টুইট করে বলেন, ‘আমি আর আমার বোন ওই কনসার্টে ‍উপস্থিত ছিলাম। আজকের রাত ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ের রাত।’

টুইটবার্তায় তিনি আরো বলেন, ‘বৃষ্টি শুরু হওয়ার মাত্র টেনিস বল আকৃতির শিলা পড়তে লাগল। আমি আর আমার বোন কাছের একটি ছোট ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু ছাউনি পর্যন্ত যেতে যেতে কয়েকটি শিলার আঘাত আমাদের সহ্য করতে হয়েছে।’

‘সৌভাগ্যবশত আমারে বোন তেমন আঘাত পায়নি কিন্তু আমার মাথার বেশ কয়েক জায়গায় ফুলে গেছে, গা থেকেও রক্ত ঝরেছে।’

ডেনভারের ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ৯০ জনেরও বেশিসংখ্যক দর্শনার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই হাড় ভেঙে গেছে, কিংবা মাথা ফেটে গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।