NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

শান্তর মতো খেলতে চান মুমিনুল!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ এএম

শান্তর মতো খেলতে চান মুমিনুল!

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই টাইগার ক্রিকেটার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর সঙ্গে এবার যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শান্ত ম্যাজিক ফিগারের পূর্ণ করেছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসেও শান্তকে নিয়েই প্রশংসার স্তুতি গেয়েছেন মুমিনুল। বললেন শান্তর মতো ব্যাটিংয়ের ইচ্ছার কথাও।

বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক বলেন, ‘শান্তর ইনিংস দেখলে মনে হয় খেলাটা অনেক ইজি, সবদিক দিয়ে খেলে। আমারও মনে হয় এভাবে খেলি। কিন্তু আমি যেরকম ব্যাটার ওইরকম খেলা একটু কঠিন। দেখতে খুব ভালো লাগে, শান্ত-লিটন দুজনের ব্যাটিংই সুন্দর লাগে। শান্ত খারাপ বলটা বাউন্ডারি না মেরে ছাড়ে না। দুই ইনিংসে সে যেভাবে খেলেছে, আউটস্ট্যান্ডিং। এরকম গরম কন্ডিশনে দুই ইনিংসে একশ করাটা অনেক বড় অ্যাচিভমেন্ট।’

গেল বছরও ব্যাট হাতে খুব একটা ফর্মে ছিলেন না শান্ত। ফলে তাকে একের পর এক সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে। তবে শান্তকে ভালো করতে টোটকাও দিলেন মুমিনুল, ‘শান্ত ধৈর্য ধরেছে, প্রসেসটা ঠিক রেখেছে নিজের। যেটা করার দরকার ও তা-ই করেছে। এভাবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে থাকলে সে বড় প্লেয়ার হতে পারবে। ওর এখন রেগুলার পারফর্ম করা দরকার।’

টেস্ট ফরম্যাট নিয়ে নিজের স্বপ্নের প্রসঙ্গ টেনে মুমিনুল বলেন, ‘যখন অধিনায়ক ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটটাতে উন্নতি করব। আমার কাছে মনে হয় নতুন যারা শিখতেছে, এটা তাদের সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। দীপু (শাহাদাত হোসেন দীপু) ঢুকলো, অন্য যারা আছে, নাইন্টিনে খেলছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে লাল বলে খেলার। তাদের কেউ শুধুমাত্র সাদা বল খেলতে চায় না। লাল বলে খেলতে হলে প্যাশন ও ড্রিম দেখাতে হবে যে আগামী ৩-৪ বছর পর আপনার টিমকে কোথায় দেখতে চান। নইলে কিন্তু আমাদের টেস্ট দলের বোলিংটা এত ভালো হয় না।’