খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০২ এএম
কাতারে বাংলাদেশ দূতাবাসের (শ্রম) মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের কর্মকালের মেয়াদ বৃদ্ধির জন্য গণস্বাক্ষর সম্বলিত আবেদন জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
গত মঙ্গলবার দুপুরে কাতার সরকারের বিশিষ্ট গবেষক কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলামের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদন হস্তান্তর করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সভাপতি মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, চট্টগ্রাম সমিতি কাতারের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুল ইসলাম, প্রধান কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাহেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব ভুঁইয়া, সংস্থার আজীবন সদস্য মহিউদ্দিন আহমাদ আইকন, মেরাজুল ইকরাম, কুমিল্লা সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন, বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সিরাজুল মোস্তাকিম ফাউন্ডেশন কাতারের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মোহাম্মদ ফোরকান, সাংবাদিক কাজী শামীম, আকবর হোসেন বাচ্চু ও আমিন বেপারি।