NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

জাহাজ পার্কিংয়ের কারণে ফতুল্লায় লঞ্চ চলাচল ক্ষতিগ্রস্ত হয়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৩ এএম

জাহাজ পার্কিংয়ের কারণে ফতুল্লায় লঞ্চ চলাচল ক্ষতিগ্রস্ত হয়

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার নৌপথে কার্গো জাহাজ পার্কিং করায় লঞ্চ চলাচলে বাধা সৃষ্টি হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের তেল, গ্যাস ও সিমেন্টের কার্গো জাহাজ পার্কিং থাকায় এ সমস্যা হচ্ছে। ছোট-বড় বিভিন্ন ধরনের লঞ্চ চলাচল করে থাকে ফতুল্লা-মুন্সিগঞ্জ নৌপথে। বিভিন্ন সময়ে এ রুটে নৌ-দুর্ঘটনা দেখা যায়। তার প্রধান কারণ হলো এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিং করে রাখা।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিয়ের কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ফতুল্লা রুটে এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিংয়ের বিষয়টি আমারা নজরে এনেছি। এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। আমাদের হাতে একটি প্রকল্প রয়েছে, যা ২০২৪ সালের জুন মাসের মধ্যে ওই রুটের সমস্যা সমাধান করা যাবে। এছাড়াও ফতুল্লা রুটে একাধিক মরিং বয়া ঠিক করে দেওয়া হয়েছে, যেখানে জাহাজগুলো পার্কিং করে রাখা হবে। সেটিও তারা মানছেন না বলে অভিযোগ করেন বিআইডব্লিউটিএ। এক্ষেত্রে বিভিন্ন সময়ে নৌ-পথে যদি মোবাইল কোর্ট বসানো যায় তাহলে এ সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ফতুল্লা এলাকায় নৌ-পথে যে সমস্যা রয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক। বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করে নদীপথে তারা কার্গো জাহাজ পার্কিং করে রাখেন।

নৌ-পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদুল আজহার ঈদ যাত্রা নির্বিঘ্নে ও নিরাপদে করতে চাই। গত ঈদুল ফিতরে নৌ-পথে কোনো দুর্ঘটনা ঘটেনি তেমনি এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ফতুল্লা নৌরুটে যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত সমাধান করা প্রয়োজন। বিআইডব্লিউটিএর সঙ্গে নৌ পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। ফতুল্লা রুটসহ নদী পথের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।