NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

সিডনি প্রেস ও মিডিয়া ক্লাব আয়োজিত সন্ধ্যায় নাট্যকার শিহাব শাহীন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম

সিডনি প্রেস ও মিডিয়া ক্লাব আয়োজিত সন্ধ্যায় নাট্যকার শিহাব শাহীন

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার শিহাব শাহীনের সঙ্গে এক আড্ডাতে মেতে উঠেছেন সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে এ আড্ডায় ক্লাবের সদস্যরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এসময় শিহাব শাহীন বলেন, বাংলাদেশের মিডিয়া জগৎ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে পৌঁছে গেছে। ওটিটি প্ল্যাটফর্মে এখন সবচয়ে বেশি দর্শক রয়েছেন এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্মাতারা সমান তালে কাজ করছেন।

তিনি গর্ব করে বলেন, বাংলাদেশের নির্মাতারা এতোটাই মেধাবী এবং দারুন কাজ করছেন যে, সব দিক বিচারে যদি প্রথম পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মের কাজ বেছে নেওয়া হয়, তার মধ্যে বাংলাদেশের নির্মাতাদের তিনটি কাজ অবশ্যই থাকবে।

 

শিহাব শাহীন আরও বলেন, সিডনি ইউনিভার্সিটিতে আমার মেয়ে ভাষাতত্ত্ব নিয়ে পড়ালেখা করছে বলেই আমার এখানে আসার একটা উপলক্ষ মাত্র। আমি এরই মধ্যে ছোট একটা প্রজেক্টের কাজ করেছি। কিন্তু দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনাও আমার রয়েছে। প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েদের গল্প নিয়ে আমি অস্ট্রেলিয়াতে একটা সিরিজে কাজ করবো, যেখানে থাকবে প্রবাসীদের বিভিন্ন গল্প এবং প্রতিভার মিশ্রণ। পাশাপাশি তিনি উপস্থিত নানাবিধ প্রশ্ন আগ্রহ নিয়ে শোনেন এবং উত্তর দেন।