খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার শিহাব শাহীনের সঙ্গে এক আড্ডাতে মেতে উঠেছেন সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে এ আড্ডায় ক্লাবের সদস্যরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় শিহাব শাহীন বলেন, বাংলাদেশের মিডিয়া জগৎ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে পৌঁছে গেছে। ওটিটি প্ল্যাটফর্মে এখন সবচয়ে বেশি দর্শক রয়েছেন এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্মাতারা সমান তালে কাজ করছেন।
তিনি গর্ব করে বলেন, বাংলাদেশের নির্মাতারা এতোটাই মেধাবী এবং দারুন কাজ করছেন যে, সব দিক বিচারে যদি প্রথম পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মের কাজ বেছে নেওয়া হয়, তার মধ্যে বাংলাদেশের নির্মাতাদের তিনটি কাজ অবশ্যই থাকবে।
শিহাব শাহীন আরও বলেন, সিডনি ইউনিভার্সিটিতে আমার মেয়ে ভাষাতত্ত্ব নিয়ে পড়ালেখা করছে বলেই আমার এখানে আসার একটা উপলক্ষ মাত্র। আমি এরই মধ্যে ছোট একটা প্রজেক্টের কাজ করেছি। কিন্তু দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনাও আমার রয়েছে। প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েদের গল্প নিয়ে আমি অস্ট্রেলিয়াতে একটা সিরিজে কাজ করবো, যেখানে থাকবে প্রবাসীদের বিভিন্ন গল্প এবং প্রতিভার মিশ্রণ। পাশাপাশি তিনি উপস্থিত নানাবিধ প্রশ্ন আগ্রহ নিয়ে শোনেন এবং উত্তর দেন।