NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২০ এএম

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার

ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইতালি ও ইউরোপীয় দেশের আইনের ওপর মৌলিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেদের প্রবাসে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে ইতালির টিএমএম।

ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী নারী উদ্যোক্তা ও ইউরোপের বিভিন্ন চ্যানেলের প্রবাসী গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন টিএমএম এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বোরহান, চেয়ারম্যান শান্তা সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামিদুল ছাত্তার ও মোহাম্মাদ ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক পিয়াল। টিএমএমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের কেক কাটা হয়।

ইতালিতে ভাষা ভিন্নতার কারণে ও ইতালির আইনকানুন না জানার কারণে অনেক প্রবাসী পরিবারের সদস্যদরা বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। বিষয়টি অনুধাবন করে বাংলাদেশিদের ইতালির আইন বিষয়ে পরামর্শ দিয়ে তাদের সুযোগ-সুবিধা আদায়ে সহায়তা করছে টিএমএম পরিবার। 

 

ইতালিতে টিএমএম পরিবার-ই প্রথম বাংলা ভাষায় কীভাবে ঘরে বসে অনলাইনের মধ্যে ক্লাস করে ইতালি ও ইউরোপিয়ানভুক্ত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় এবং বিষয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন কোর্সে অংশগ্রহণ করে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভাই- বোনেরা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের ড্রাইইভিং লাইসেন্স হাতে পেতে সক্ষম হয়েছে। 

ইতালির পাশাপাশি ইউরোপীয় দেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে যা টিএমএম পরিবারের একটি অন্যতম উদ্যোগ।