খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম
সিডনি প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়েছে। রবিবার সিডনির ক্যাম্বেলটাউনে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া আইইউবি'র ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবে কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ তাকে এ সম্মাননা জানায়।
অনুষ্ঠানে এআইএ অস্ট্রেলিয়ার সভাপতি এম রাফিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান গত এক যুগ ধরে সিডনিতে কমিউনিটির সংবাদ পরিবেশনের স্বীকৃতি স্বরূপ নাইম আবদুল্লাহর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
এম রাফিউর রহমান রনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিগত বছরগুলোতে এসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ্যালামনাই অস্ট্রেলিয়া'র সংবাদগুলো অস্ট্রেলিয়াসহ বহির্বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের সকলের পক্ষ থেকে নাইম আবদুল্লাহকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।