ঢাকা: কয়লাসংকটে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। আজ সোমবার বেলা ১২টার দিকে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।