NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নিপুন রায়ের তিন মাসের আগাম জামিন


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ এএম

নিপুন রায়ের তিন মাসের আগাম জামিন

ঢাকা: আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগের মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাকে তিন মাসের আগাম জামিন দেওয়া হয়েছে। 

আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে হাইকোর্ট তাকে জামিন দেন। 

নিপুনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এম বদরুদ্দোজা বাদল।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

 

পরে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, মামলায় হাইকোর্ট নিপুন রায়কে তিন মাসের আগাম জামিন দিয়েছেন। এ সময়ের পর তাঁকে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে, কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গত ২৬ মে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন যুবদলের একটি মিছিল জিনজিরা ইউনিয়নের ছাটগাঁও এলাকা থেকে সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। 

 

মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা আহতও হন। এ দুই দলই পরস্পরকে দায়ী করে।

পরদিন থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের মারধর ও ভাঙচুরের অভিযোগ এনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম সুমন। মামলায় নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরো কয়েকজনকে। 

 

এ মামলায় আগাম জামিন পেতে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সকালে আদালত প্রাঙ্গণে আসেন নিপুন। পরে আবেদনের শুনানির সময় হুইলচেয়ারে করে আদালতের সামনে হাজির হন তিনি।