NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

বর্ণবাদের ঘটনায় ব্যালান্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা-জরিমানা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম

বর্ণবাদের ঘটনায় ব্যালান্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা-জরিমানা

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বর্ণবাদের ঘটনায় জড়িতদের ৮ হাজার পাউন্ড এবং ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল দেশটির ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটি (সিডিসি)। সেই দাবির পরই এসেছে নিষেধাজ্ঞা ও জরিমানার খবর। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের দায়ে সম্প্রতি অবসর নেওয়া ইংল্যান্ডের জিম্বাবুইয়ান ক্রিকেটার গ্যারি ব্যালান্স, সাবেক ইংলিশ বোলার টিম ব্রেসনান, ম্যাথু হোগার্ডসহ ৬ জনকে ৩ হাজার পাউন্ড জরিমানা ও ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও, দল থেকে বাদ পড়া এবং বর্ণবাদে অভিযুক্ত হওয়ার ঘটনায় বিষাদগ্রস্ত ছিলেন ব্যালান্স। এরপর তিনি নিজের মাতৃভূমি জিম্বাবুয়ের হয়ে নাম লেখান। যার মাধ্যমে তিনি দুই দেশের হয়ে সেঞ্চুরি করার অনন্য নজির গড়েন। তবে হঠাৎই মানসিক অতৃপ্তির কথা জানিয়ে গত ২০ এপ্রিল অবসরের ঘোষণা দেন ধারাবাহিকভাবে রান করতে থাকা এই ব্যাটার।

অন্যদিকে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর টিম ব্রেসনানসহ দণ্ডপ্রাপ্ত কয়েকজন সাবেক ক্রিকেটার কাউন্টিতে কোচিংয়ে যুক্ত আছেন। একই অপরাধে ব্যালান্সের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন তারাও। দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন- ব্যালান্স, সাবেক দুই ইংলিশ ক্রিকেটার হোগার্ড ও ব্রেসনান, ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গল, সহকারী রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইন।

ব্যালান্সকে ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুনানির আগেই নিজের দোষ স্বীকার করে নেন ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁ-হাতি ব্যাটার।

দুই সাবেক ক্রিকেটার হোগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড এবং ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রেসনান। ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে ৬ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি কোচিং থেকে ৬ সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য ক্লাব থেকে চাকরি হারানোর পর আর খেলাটির সঙ্গে জড়িত নন তিনি। এছাড়া জেলের সহকারী রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।