NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত বা আমেরিকার সহযোগিতার প্রয়োজন নাই: গয়েশ্বর


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০২:৫০ এএম

>
বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত বা আমেরিকার সহযোগিতার প্রয়োজন নাই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে কিছু দেশি-বিদেশি ফেরিওয়ালা নেমেছে। একটা নির্বাচনী হাওয়া তোলার জন্য একদিকে নির্যাতন, আরেক দিকে নিচ দিয়ে হাত মেলানোর একটা চক্রান্ত চলছে। ভারত এবং আমেরিকা—যেকোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তবে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা আমাদের জরুরি।’

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’–এর উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঝুড়ির মধ্যে ১০০ সংসদের আসন নিয়ে ঘুরছে। মনে হচ্ছে, এটা একটা ফলের দোকান। বলছে, লাগবে, কিনবেন? ফেরিওয়ালা যেভাবে বলে। এই রকম কিছু ফেরিওয়ালা নামছে ডিপ্লোমেটিক ও বড় বড় এলাকায়। পুরান ঢাকায় তো নাই। তারা ওখানে নানা জায়গায় যায়। কেউ হয়তো কেনার জন্য এক পা এগোয় আবার তিন পা পেছায়। কারণ, জনগণের কাছে যদি আবার ধোলাই-টোলাই খেয়ে বসে। এ রকম একটা চক্রান্ত চলছে। এই ফেরিওয়ালা কিন্তু শুধু দেশি না। এই ফেরিওয়ালা কিন্তু বিদেশিও আছে। এই ফেরিওয়ালাগুলি বিনা পোশাকে। কিন্তু সরকারের লোক। বিনা পোশাকে কিন্তু বিনা অস্ত্রে না। তারা নানা জায়গায় গিয়ে ঠেক দেয়, নানা জায়গায় গিয়ে বোঝায়।’