আর্ন্তজাতিক ডেস্ক: ২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডসংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
ফিনল্যান্ড পরিসংখ্যান অনুসারে, গত বছর রাশিয়া থেকে ফিনল্যান্ডে মোট ৬,০০৩ জন স্থানান্তরিত হয়েছে। এতে দেশটি অভিবাসনের শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা এএফপিকে বলেছেন, এই মুহূর্তে রাশিয়া থেকে অনেকেই সরে আসছে।
সূত্র : বাসস