আর্ন্তজাতিক ডেস্ক: আগামী ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন। সেই কর্মসূচিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। সোমবার ধারাবাহিক টুইটে বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেছেন তিনি।
একটি টুইটে খড়গে লিখেছেন, ‘নতুন সংসদ ভবনের উদ্বোধনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, সংসদের অভিভাবক হলেন রাষ্ট্রপতি। কারণ, ভারতের সংবিধানের ৭৯ ধারায় বলা হয়েছে, সংসদ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত।
অন্য একটি টুইটে খড়গে লিখেছেন, ‘ঘটনা দেখে মনে হচ্ছে মোদি সরকার শুধু ভোটের কারণেই দলিত এবং আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেছে।’ সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি থাকাকালীন কোবিন্দকে নতুন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি মোদি সরকার।
ভিন্ন টুইটে খড়গের বলেন, ‘দেশের প্রথম নাগরিকও সংসদের উদ্বোধনে ব্রাত্য!’ পাশাপাশি তার অভিযোগ, ‘বিজেপি এবং আরএসএস কার্যত নিয়মরক্ষায় পরিণত করেছে রাষ্ট্রপতির দপ্তরকে।’
বিরোধীদের অভিযোগ, নতুন ভবনকে কেন্দ্র করে রাষ্ট্রপতিকে উপেক্ষা করার এই ইতিহাস নতুন নয়।
ঘটনাচক্রে ২৮ মে দিনটি বিনায়ক দামোদর সাভারকরের ১৪০তম জন্মবার্ষিকী। বিরোধীদের অভিযোগ, মহাত্মা গান্ধী, নেতাজি, জওহরলাল নেহরুর জন্মদিবসকে উপেক্ষা করে সাভারকরের জন্মদিনকে সংসদ ভবনের উদ্বোধনের জন্য বেছে নিয়ে একদিকে হিন্দুত্বের হাওয়া তুলতে, অন্যদিকে মহারাষ্ট্রের ভোটদাতাদের ‘বার্তা’ দিতে চাইছে বিজেপি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা