আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২২ মে) সকাল ৮টা ১৫ মিনিটে আঘাত হানা  ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বার্তাসংস্থা এএনআই।

ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের গভীরতা। 

 

এ নিয়ে চলতি মাসেই দুবার ভূমিকম্প হলো প্রতিবেশী দেশ মিয়ানমারে। এর আগে মে মাসের শুরুতে একবার ভূমিকম্প হয়েছিল সেখানে। সেটার গভীরতা ছিল ১০ কিলোমিটার ও মাত্রা ছিল ৪ দশমিক ২।

আবার ফেব্রুয়ারির শেষের দিকেও মিয়ানমারে দুইবার ভূমিকম্প হয়েছিল।