আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও সহিংসতা এড়াতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোথাও একসাথে চার জনের বেশি লোক জড়ো হতে পারবে না তেমন আদেশই দিয়েছে প্রশাসন।

হঠাৎ করেই আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ইমরানকে গ্রেফতারের পর তার দল তেহরিক-ই-ইনসাফের সদস্যরা বিক্ষোভের ডাক দেয়।

 

পিটিআই কর্মীদের জড়ো হওয়া ঠেকাতেই মূলত ইসলাবাদ পুলিশ ১৪৪ ধারা জারির পথে হাঁটে। পুলিশ অবশ্য জানিয়েছে, এখনো কোথাও কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।