আর্ন্তজাতিক ডেস্ক: জার্মানির একটি ৪৫০ মিটার দীর্ঘ সেতু বিস্ফোরক ব্যবহার করে সফলভাবে ভেঙে ফেলা হয়েছে। গতকাল রবিবার সেতুটি নিয়ন্ত্রিত পদ্ধতি ভাঙা হয়।
সেতুটি ধ্বংস করতে ১৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এটি ১৯৬৫ থেকে ১৯৬৮ সালের মধ্যে বানানো হয়েছিল।
সেতুটি ধ্বংসের ভিডিওতে দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এরপরই কিছুটা ধোঁয়া ও ধুলা আকাশের দিকে ছিটকে ওঠে।
সেতুর এই ভেঙে পড়ার দৃশ্য দূর থেকে দেখেছেন হাজারো মানুষ। নিরাপত্তার কথা বিবেচনায় ২০২১ সালে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
সূত্র: এনডিটিভি