আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক স্টেটের কুইনস সিটিতে।
জানা গেছে, নিজের চারচাকা গাড়িকে পার্ক করে বসেছিলেন এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী।
সূত্রের খবর, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুকধারী মুহুর্মুহু গুলি চালায়। নিহতের শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, ৩১ বছর বয়সি ওই ব্যক্তির নাম সাতনাম সিং। তিনি ভারতীয় বংশোদ্ভূত।
আমেরিকায় বন্দুক অস্ত্র আইনে পরিবর্তন আনলেও কোনো সুরাহা মিলছে না। প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে এই ধরনের ঘটনা। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি