আর্ন্তজাতিক ডেস্ক: রাজা হিসেবে স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাসহ প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তৃতীয় চার্লস। গতকাল বুধবার তাঁরা জার্মানি পৌঁছেছেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ভল্টার স্টেইনমায়ার ও তাঁর স্ত্রী এলকে বুয়েডেনবেন্ডার রাজা ও তাঁর স্ত্রীকে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে পূর্ণ সামরিক মর্যাদায় লাল গালিচায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন। স্বাগত অনুষ্ঠানের পর রাজকীয় দম্পতি জার্মান প্রেসিডেন্টে সরকারি বাসভবন বেলভিউতে একটি রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সফরের আগে স্টেইনমায়ার ব্রিটিশদের উদ্দেশে রয়টার্সে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ব্রেক্সিটের পরও এই সফর যুক্তরাজ্যের সঙ্গে তাদের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করবে। 

সূত্র : সিএনএন