করোনা মহামারি আসার আগের বছরগুলোর তুলনায় বর্তমানে সিঙ্গাপুরীয় ওমরাহযাত্রীদের হার ৪৫ শতাংশ বেড়েছে। সৌদির হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এক সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে গিয়েছিলেন সৌদির হজ ও ওমরাহমন্ত্রী। বুধবার রাজধানী সিঙ্গাপুর সিটিতে দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকোবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ড. রাবিয়াহ।

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সিঙ্গাপুরের সরকারের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি সরকার। এসব ইস্যুর মধ্যে হজ ও ওমরাহ খাতও রয়েছে। প্রেসিডেন্ট হালিমা ইয়াকোবের সঙ্গে বৈঠকের সময়ই স্বাক্ষর হয়েছে এসব চুক্তি

স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ওমরাহ ও হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবাকে অটোমেশন বা স্বয়ংক্রিয় করতে উভয় দেশের সহযোগিতাপূর্ণ ভূমিকা, হজ ও ওমরাহর ক্ষেত্রে বয়সসীমা ও নারীদের ক্ষেত্রে পুরুষ অভিভাবক সঙ্গে রাখার বাধ্যবাধকতা বিলোপ, নুসুক প্ল্যাটফরমের মাধ্যমে সিঙ্গাপুরীয় হজ ও ওমরাহযাত্রীদের ইলেকট্রনিক ভিসাপ্রাপ্তি সহজতর করা, হজ ও ওমরাহ সংক্রান্ত বিভিন্ন প্যাকেজ ও পরিষেবা বেছে নেওয়া ও সেসবের মূল্য পরিশোধের ব্যাপারটি আরও আধুনিক করা প্রভৃতি উল্লেখযোগ্য।

প্রেসিডেন্ট ছাড়াও সিঙ্গাপুরের কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন ড. রাবিয়াহ। সেই বৈঠকে সিঙ্গাপুরীয় যাত্রীদের জন্য দুই দেশের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।