জনপ্রিয় সংগঠন ছড়াটে দীর্ঘদিন ধরে ছড়া ও শিশুদের নিয়ে কাজ করে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ছড়াকারদের একই প্লাটফর্মে আনার লক্ষ্যে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জন্ম হয় ছড়াটে-র। সেই থেকে নানামুখী গঠনমূলক কার্যক্রম চালিয়ে আসছে। ২০১৭ সাল থেকে প্রতিবছর শতাধিক ছড়াকারের ছড়া নিয়ে নিয়মিতভাবে প্রকাশ করছে সংগ্রহে রাখার মতো ঢাউস সাইজের চমৎকার সুন্দর ছড়াগ্রন্থ। প্রখ্যাত ছড়ালেখকের পাশাপাশি প্রতিভাবান নবীন লেখকদের লেখাও গ্রন্থভুক্ত করে তাদের উৎসাহিত করছে। লেখক পাঠকের জন্য ছড়াটে এখন একটি লোভনীয় ছড়াগ্রন্থ। আমেরিকায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছড়াটে বিভিন্ন অঞ্চলে ছড়া বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করছে। পেন্ডামিকের সময় যখন সবকিছু স্থবির ছিলো তখন অনলাইনে লাগাতার অনুষ্ঠান করার মাধ্যমে যেমন সৃজনশীলতার চর্চার সুযোগ সৃষ্টি করেছে তেমনি বিশ্বের বিভিন্ন দেশের লেখক, আবৃত্তিকার, শিশুশিল্পী ও তাদের অভিভাবকদের সাথে একটি নিবিড় সংযোগ স্থাপনের চেষ্টা করেছে।
এরই ধারাবাহিকতায় ছড়াকারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, ভাবের আদান-প্রদান, ছড়া নিয়ে আলোচনা ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে উন্নত ছড়া চর্চার লক্ষ্যে ছড়াটে-র নতুন উদ্যোগ এই ঘরোয়া ছড়াড্ডা। প্রাণবন্ত আড্ডায় ছড়া নিয়ে আলোচনা ও অনূভুতি প্রকাশের পাশাপাশি ছড়া পাঠ করেছেন ছড়াকার সজল আশফাক,ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার মিনহাজ আহমেদ, ছড়াকার শাহীন দিলওয়ার, ছড়াকার রিপন শওকত, ছড়াকার শহীদ উদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াটে-র পৃষ্ঠপোষক ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ। প্রথমবারের মতো মাসিক ঘরোয়া এই ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় হলিসে, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো-র বাসভবনে। পরবর্তী মাসের ছড়াড্ডার বিষয় ও স্থান ঘোষণার পর সমবেতকন্ঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.... গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ছড়াটে আয়োজিত প্রথম মাসিক ঘরোয়া ছড়াড্ডা।