আর্ন্তজাতিক ডেস্ক: আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী 'স্পেয়ার'। তবে ইতোমধ্যে এরই মধ্যে একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সেখানে বলা হলা, আত্মজীবনীতে বড় ভাই প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের বিরুদ্ধে শারীরিকভাবে মারধরের অভিযোগ এনেছেন হ্যারি। খবর বিবিসির।

বিবিসি জানায়, বড় ভাই প্রিন্স উইলিয়ামের হাতে শারীরিকভাবে হেনস্তা হওয়ার কথা উল্লেখ করলেন প্রিন্স হ্যারি। তার আত্মজীবনী 'স্পেয়ার'-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করায় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে যায় বলে আত্মজীবনীতে উল্লেখ করেছেন প্রিন্স হ্যারি। ২০১৯ সালে লন্ডনের প্রাসাদের ওই সংঘাতের কথা উল্লেখ করে হ্যারি লিখেছেন, মেগানকে ‘বাজে’, ‘বদরাগী’ ও ‘বেপরোয়া’ বলতেন উইলিয়াম।

গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি জানায়, মেগানকে নিয়ে তর্কের একপর্যায়ে হ্যারিকে কলার ধরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন প্রিন্স উইলিয়াম। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। পরে হ্যারি নিজেকে সামলে নিয়ে উইলিয়ামকে বেরিয়ে যেতে বলেন। এ ঘটনায় পিঠে ব্যথা পান হ্যারি।

আত্মজীবনীতে প্রিন্স হ্যারির লিখেছেন, 'উইলিয়াম আমার কলার চেপে ধরে, গলার চেইন ছিঁড়ে ফেলে এবং মেঝেতে ছিটকে ফেলে দেয়।'

মেগানকে বিয়ের পর থেকেই হ্যারির সাথে রাজপরিবার, বিশেষ করে উইলিয়ামের সাথে মনোমালিন্য চলে আসছে। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই ভাইয়ের সাথে দূরত্ব বাড়ে হ্যারির। আগামী ১০ জানুয়ারি প্রকাশ করা হবে হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার'।