আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থাটি। জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং চনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন রি ইয়ং গিল।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর দিয়েছে।

 

তবে কী কারণে ওই শীর্ষ কর্তাকে তার পদ থেকে সরানো হয়েছে। সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি উত্তর কোরিয়া।  

বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় পাককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স