আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের একটি চার্চে আবারও বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ফেসবুকে আলাবামার পুলিশ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে।
এদিকে চার্চটি তার ওয়েবসাইটে জানিয়েছে, গির্জা একটি পটলাক নৈশভোজের আয়োজন করার সময় গুলির ঘটনা ঘটে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, একজন একা আততায়ী চার্চে ঢুকে গুলি শুরু করে। এতে তিনজন আহত হয়েছেন এবং দুইজন মারা গেছেন। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।