আগামী তিন বছরে দেশের আরও ২৫টি বিমানবন্দর বেসরকারি সংস্থাকে লিজ দেবে নরেন্দ্র মোদী সরকার। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিংহ এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নীতি মেনেই ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫টি বিমানবন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তালিকায় বারানসী, ভুবনেশ্বর, অমৃতসর, ত্রিচি, ইনডোর, রায়পুর, কালিকট, বারোদা, চেন্নাইয়ের মতো বিমানবন্দরগুলো আছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ইতোমধ্যে দিল্লিসহ দেশের ৮টি বিমানবন্দরের পরিকাঠামো এবং পরিচালনার জন্য পিপিপি মডেল অনুসরণ করছে কেন্দ্র। কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীকে লিজ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল সে রাজ্যের বাম সরকার।