চড়ে দিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পুণের নাভালে ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ট্যাংকারটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে উল্লেখ করেছে। বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।