আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজনকে খুঁজতে বিশ্ববিদ্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার রাতে এই ঘটনা ঘটে।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার (ইউভিএ) শার্লটসভিলের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

বিশ্ববিদ্যালয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ টুইট করে জানায়, বিশ্ববিদ্যালয়ের চারপাশ বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে ‘অস্ত্রধারী ও ভয়ঙ্কর’ একজনকে খুঁজছে পুলিশ। হেলিকপ্টার দিয়ে তাকে খোঁজা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালেও তল্লাশি চলছিল।

 

এক বিবৃতিতে ইউভিএ প্রেসিডেন্ট জিম রায়ান জানান,  সন্দেহ করা হচ্ছে, ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়ার নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই বন্দুক হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য এক হূদয়বিদারক ঘটনা। আমরা আজকের ক্লাস স্থগিত করেছি। ’ আগামীতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাউন্সেলিং করানো হবে বলেও জানান তিনি। সূত্র: এএফপি।