আর্ন্তজাতিক ডেস্ক: মুরগির পেটের ভেতর পিস্তল লুকিয়ে বিমানে পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। ভ্রমণকারীর লাগেজে থাকা চামড়া ছাড়ানো একটি মুরগির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করেন মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা।

টিএসএ কর্মকর্তারা ইনস্টাগ্রামে এ ঘটনা নিয়ে রসিকতা করে লিখেছেন, মুরগিটি আধা সিদ্ধও ছিল না।

 

তবে ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। টিএসএর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা বন্দুকটি সরিয়ে ফেলার আগে বিমানবন্দরের স্ক্রিনিং এলাকায় মুরগিটি পরীক্ষা করা হচ্ছে।

 

মার্কিন এয়ারলাইনসগুলোতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ নয়। তবে সেগুলো অবশ্যই আনলোড করা অবস্থায় একটি তালাবদ্ধ শক্ত বাক্সে রাখতে হবে এবং সেটি অবশ্যই চেক করা লাগেজে বহন করতে হবে।

গত বছর টিএসএ বলেছিল, তারা মার্কিন বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে রেকর্ডসংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে ৮৫ শতাংশই লোড করা ছিল।

বিশ্বজুড়ে ভ্রমণকারীরা মাঝেমধ্যেই বিমানবন্দরের কঠোর নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেন। কিন্তু প্রায়ই টিএসএ কর্মকর্তাদের কাজের প্রতি নিবেদনের কারণে অনেক উদ্ভট ঘটনা সামনে আসে। যার মধ্যে রয়েছে নিউ অরলিন্সে হাতব্যাগে রাখা চেইনের করাত উদ্ধার এবং নিউ ইয়র্কে হ্যান্ডগ্রেনেড উদ্ধার। সূত্র : বিবিসি