আর্ন্তজাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি রিপাবলিকান পার্টির ক্ষতি করবে।
সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, আমি মনে করি সে ভুল করবে। বিস্তারিত কিছু না বলে ৪৪ বছর বয়সী রন সম্পর্কে অপ্রীতিকর তথ্য প্রকাশ করার হুমকিও এর আগে দিয়েছিলেন ট্রাম্প।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে রন ডিসান্টিস রিপাবলিকান পার্টির হয়ে লড়তে চান বলে খবর বেরিয়েছে।
সিএনএন জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান পার্টির হয়ে রন ডিসান্টিস বিপুলভাবে জয়ী হতে যাচ্ছেন। স্যান্টিস এরই মধ্যে তার বিজয়ী বক্তৃতাও দিয়ে ফেলেছেন। স্যান্টিস বলেছেন, আমরা নির্বাচনে শুধু জিতিনি। আমরা নির্বাচনী মানচিত্র নতুন করে এঁকেছি।
গত সোমবার বিমানের সঙ্গী সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রন যদি নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন, তবে নিজের বড় ক্ষতি করবেন। আমি মনে করি না যে এটা দলের জন্য ভালো কিছু হবে।
ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ফ্লোরিডার এই গভর্নর সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে, যেগুলো ‘যথেষ্ট তৃপ্তিদায়ক’ হবে না।
সূত্র : বিবিসি।