আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে পৃথক ঘটনায় চার পুলিশ সদস্য এবং এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রভাবশালী বাহিনী ইসলামী রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, চার পুলিশ সদস্য নিহত হয়েছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। তবে এর দিনক্ষণ জানানো হয়নি।

 

 

নিরাপত্তা বাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিয়ে বিরোধকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান মেজর আলী রেজা সায়েদ বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, ইরানসার-বামপুর মহাসড়কের পাশে একটি ট্রাফিক পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য প্রাণ হারান।  

অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহসারে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের সদস্যরা এক ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে।  

আইআরজিসির দাবি, মাহসারে তাদের একটি ক্যাম্পে হামলা চালায় দুই সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালান আইআরজিসির সদস্যরা। এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।  
সূত্র : এএফপি